27 C
Khulna
Monday, August 18, 2025

শুনে রাখো পুরান বা নব্য রাজাকার, দেশটা আমার বাপ দাদার : ইশরাক

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শুক্রবার মধ্যরাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। যদিও তিনি সেখানে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের অনেকেই মনে করছেন, এটি শনিবার অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করেই লেখা।

তিনি লিখেছেন:

> “কথায় কথায় বলা হয় ‘বাংলা ছাড়’, যেন এই দেশ ব্যক্তিগত সম্পত্তি! এটি একনায়কতান্ত্রিক মানসিকতার প্রতিফলন। বাংলাদেশ আমার পূর্বপুরুষদের জন্মভূমি, এখানে তাঁদের কবর রয়েছে। তাই এই দেশ আমার—আমার বাপ-দাদার।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিকেরই এই অনুভব থাকা উচিত। যারা এক সময় এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা যদি আবারও পরাধীনতার বিনিময়ে কিছু পাওয়ার আশায় মাঠে নামে, তাদের জন্যও এদেশে জায়গা হবে না।

আমি অনেক আগেই যাদের ‘নব্য রাজাকার’ বলেছি, তারা যতই নতুন মুখে বা নতুন কৌশলে আসুক—যদি তারা দেশে ফ্যাসিবাদের ভিত শক্ত করতে চায়, তাহলে তাদেরকে প্রতিহত করা হবে।

যারা সদ্য রাজনীতিতে এসে স্বৈরাচারী পন্থায় এক্সপেরিমেন্ট করছে, তারা যদি চেতনাহীনভাবে ফ্যাসিবাদকে জায়গা করে দেয়—তাদের মনে রাখা উচিত, দেশের ক্ষমতা তাদের একার নয়।

এই দেশ লাখো শহীদের রক্তে কেনা। এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।

তাই আমি স্পষ্টভাবে বলছি—নতুন হোক বা পুরাতন, রাজাকার হোক বা স্বৈরাচার—এই দেশ আমার বাপ-দাদার। এর রক্ষা আমরা করবোই, ইনশাআল্লাহ।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ