Home জাতীয় জামায়াতে সমাবেশের নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র‍্যাব-ডিবিও

জামায়াতে সমাবেশের নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র‍্যাব-ডিবিও

0

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে শুক্রবার মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। যদিও তিনি কোনো রাজনৈতিক দলের নাম স্পষ্টভাবে উল্লেখ করেননি, তবে সচেতন মহল সহজেই অনুমান করতে পারছেন, এই বার্তা জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে।

স্ট্যাটাসে তিনি লেখেন:

> “কথায় কথায় ‘বাংলা ছাড়’—বাংলা কি তোমার বাপ-দাদার? এই স্লোগান আসলে প্রযোজ্য খুনি হাসিনার জন্যই। তার অবৈধ ক্ষমতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরই দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।”

তিনি আরও বলেন:

> “বাংলাদেশ আমাদের বাপ-দাদার—কেননা এদেশেই তাদের জন্ম, তাদের কবর আছে এখানে। আমরা যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাদের জন্যই এই দেশ। পূর্বে যারা স্বাধীনতা চায়নি, তারা যদি আজ আবার কোনো পরাধীনতার বিনিময়ে সুবিধা নিতে চায়, তবে তাদেরও প্রতিহত করা হবে।”

পোস্টে তিনি সতর্ক করেন:

> “যারা নতুন রাজনীতিতে এসে স্বৈরাচারী কায়দায় ‘ফ্যাসিবাদী এক্সপেরিমেন্ট’ করতে চায়, তাদের ক্ষমতা ছাড়তে হবে। শহীদের রক্তে কেনা এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।”

সবশেষে তিনি লেখেন:

> “শুনে রাখো—পুরাতন হোক বা নতুন রাজাকার, কিংবা স্বৈরাচার—এই দেশ আমার বাপ-দাদার, এবং রক্ষা করাও আমাদেরই দায়িত্ব, ইনশাআল্লাহ।”

Exit mobile version