জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে আমন্ত্রণ পেলেও অংশ নিচ্ছে না বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো। শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই সমাবেশে বিএনপি ও তার নেতাদের কেউ উপস্থিত থাকছেন না বলে নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ও জনসংযোগ (পিআর) কৌশল নিয়ে মতভেদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে দলটি। যদিও বিএনপির জুলাই মাসব্যাপী চলমান কর্মসূচির উদ্বোধনীতে জামায়াত প্রতিনিধি অংশ নিয়েছিল।
বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনে থাকা জেএসডি (আ স ম আবদুর রব), নাগরিক ঐক্য (মাহমুদুর রহমান মান্না), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কমরেড সাইফুল হক), গণসংহতি আন্দোলন (জোনায়েদ সাকি), গণঅধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর), ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ কোনো দলই জামায়াতের সমাবেশে অংশ নিচ্ছে না।
এছাড়া আরও যে দলগুলো জামায়াতের সমাবেশে যাচ্ছে না তাদের মধ্যে রয়েছে— বিএলডিপি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাতীয় পার্টি (কাজী জাফর), বাংলাদেশ জাতীয় দল, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, জাগপা (উভয় অংশ), ন্যাপ-ভাসানী, সাম্যবাদী দল, ডেমোক্রেটিক লীগ, ইসলামিক পার্টি, এনডিপি, পিপলস লীগ, মাইনরিটি পার্টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ) ও গণফোরাম।