১৯ জুলাই ।। ঢাকা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দলটির আমির ডা. শফিকুর রহমান সভাস্থলে উপস্থিত হওয়ার পর দুপুর ২টায় সমাবেশের মূল পর্ব শুরু হয়।
এই জাতীয় সমাবেশে জামায়াত ‘ফ্যাসিবাদ বিরোধী’ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও, ২৪ বছরের সাবেক রাজনৈতিক মিত্র বিএনপি এবং দলত্যাগী নেতাদের গঠিত এবি পার্টিকে আমন্ত্রণ জানায়নি। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি পিআরপন্থী দল এতে আমন্ত্রিত ছিল।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, যেসব দল আনুপাতিক প্রতিনিধি পদ্ধতির (পিআর) পক্ষে অবস্থান নিয়েছে, মূলত তাদেরকেই সমাবেশে ডাকা হয়েছে। তিনি বলেন, “বিএনপি পিআরের ঘোর বিরোধী, তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানালে উভয়পক্ষই বিব্রত হতো।”
এদিকে এবি পার্টি পিআরের পক্ষে থাকলেও, তাদেরও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি ব্যাখ্যা করে জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা জানান, “এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু জামায়াতের নিয়মিত সমালোচনা করেন। তার প্রতি আমাদের অনেক নেতাকর্মীর মধ্যে অসন্তোষ রয়েছে। তিনি বক্তব্য দিলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে পারত। সেই ঝুঁকি বিবেচনায় আমন্ত্রণ জানানো হয়নি।”
২০০১ সালে ক্ষমতায় আসার পর দীর্ঘদিন বিএনপি-জামায়াত এক জোটে রাজনৈতিক কার্যক্রম চালালেও, ২০২২ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে তাদের পথ আলাদা হয়। এরপর ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে যুগপৎ আন্দোলন থেকেও সরে দাঁড়ায় জামায়াত। বর্তমানে দলটি এককভাবে নির্বাচনি মাঠে সক্রিয় এবং বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার চেষ্টা করছে।