Home রাজনীতি চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড

চট্টগ্রামে এনসিপির সমাবেশ, নিরাপত্তায় ডগ স্কোয়াড

0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ ও কক্সবাজারের সাম্প্রতিক কর্মসূচিতে সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে দলটির আজকের সমাবেশকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশস্থল এবং আশপাশের এলাকায় মোতায়েন করেছে অতিরিক্ত ফোর্স ও ডগ স্কোয়াড।

আজ রোববার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের বহদ্দারহাটে জমায়েত এবং সেখান থেকে ষোলশহর ২ নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে সমাবেশ করবে এনসিপি। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপ্লব উদ্যান ও আশপাশের এলাকায় সকাল থেকেই মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরাও।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে, নেতাদের চলাচলের রুট এবং সমাবেশস্থলে থাকবে কঠোর নজরদারি। ইতোমধ্যে শনিবার রাতে স্টেশন রোডের মোটেল সৈকতে অবস্থানরত এনসিপি নেতাদের নিরাপত্তায় বিশেষ দল ডগ স্কোয়াড দিয়ে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালিয়েছে। যে তিনটি ফ্লোরে তারা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সকালে দলটির কিছু নেতাকর্মী রাঙামাটি সফরে গেলেও বিকেলে তারা ফেরত এসে কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। এ সময় কাপ্তাই রাস্তার মাথা হয়ে নেতারা নগরীতে প্রবেশ করবেন এবং সে পথেও নজরদারি থাকবে।

এনসিপি চট্টগ্রাম মিডিয়া সেলের প্রধান আরাফাত আহমেদ রনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ ও পদযাত্রা সম্পন্ন করতে চাই। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন।”

চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Exit mobile version