31.6 C
Khulna
Saturday, August 9, 2025

এনসিপির নেতাদের উচিত আখতার হোসেনকে অনুসরণ করা’ : রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি সত্যিকার অর্থে টিকে থাকতে চায়, তবে তাদের আখতার হোসেনের মতো নেতার আদর্শ অনুসরণ করা উচিত। এনসিপি দাঁড়ালে তা আখতারের সততা ও সহনশীলতার উপর ভিত্তি করেই দাঁড়াবে—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর ‘উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত’ বক্তব্যের প্রসঙ্গে এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন,
নাসির উদ্দিন পাটোয়ারী একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কটূক্তি করেন। পরদিন তার চাঁদপুরের একটি সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন রমজান চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাটোয়ারী গভীর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ফোন করেন। সালাউদ্দিন আহমেদ দ্রুত স্থানীয় নেতাকর্মীদের অবস্থা সামাল দিতে নির্দেশ দেন।

তিনি আরও জানান, এনসিপির অনেক শীর্ষ নেতা অতীতে সালাউদ্দিন আহমেদের সঙ্গে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। ঐকমত্য কমিশনের বৈঠকেও তাদের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ পেয়েছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সময় থেকে সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার ও ভিপি নুরুল হক নুরের নিবিড় সম্পর্ক রয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের সময় বহুবার তারা একত্রে কৌশল নির্ধারণ করেছেন।

রাশেদ খান মন্তব্য করেন, সালাউদ্দিন আহমেদ একজন মেধাবী ও আন্তরিক মানুষ। তাকে কাছ থেকে না দেখলে অনেকেই তার গুরুত্ব অনুধাবন করতে পারবেন না। অথচ আজ তার বাড়ির পাশে দাঁড়িয়ে এনসিপি নেতার এমন উসকানিমূলক বক্তব্য অত্যন্ত দুঃখজনক। যদিও এতে স্থানীয় কর্মীদের প্রতিক্রিয়াও অনভিপ্রেত ছিল।

তিনি বলেন, রাজনৈতিক পরিপক্বতা ও সহনশীলতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদের সবাইকে। বিশেষ করে বিএনপির তৃণমূল কর্মীদের আরও ধৈর্যশীল হতে হবে। উসকানিমূলক কথায় পা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করলে ক্ষতিটা হবে আমাদেরই।

সবশেষে রাশেদ খান আহ্বান জানান—
ফ্যাসিবাদবিরোধী শক্তিকে বিভাজনের পথ নয়, বরং ঐক্যবদ্ধ পথ বেছে নিতে হবে। নইলে আবারও ১/১১-এর পুনরাবৃত্তি ঘটতে পারে, যেখানে হাসিনা ফিরে আসবে। তখন কেউ রক্ষা পাবেন না।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ