27.9 C
Khulna
Thursday, July 31, 2025

ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি, সেই যুবদল নেতা আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার বিতর্কিত দাবি করা যুবদল থেকে বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার দক্ষিণ নামাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। জনি (৪২) যশোর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন, তবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছেন, জনির বিরুদ্ধে চাঁদাবাজি ও তথ্য প্রযুক্তি আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় গোপনে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন জনি। এছাড়াও তিনি বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচার ও হুমকিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, জনি একটি ফেসবুক লাইভে দাবি করেন, “যশোর সেনানিবাসে অবস্থানকালে ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তা করেন তৎকালীন যুবদল নেতা আনসারুল হক।” তার এই বক্তব্য সেনাবাহিনী এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ছড়ানো গুজব হিসেবে বিবেচনা করা হয়।

এর প্রেক্ষিতে যশোর কোতোয়ালি থানায় সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং সামাজিক মাধ্যমে দলের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আসছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে বারবার বিতর্কিত মন্তব্য করায় ইস্কান্দার আলীকে বহিষ্কার করা হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি তিনি ফেসবুকে দাবি করেন, যশোরের কয়েকজন যুবদল নেতা আওয়ামী লীগ নেতাদের ভারতে পালাতে সহায়তা করেছেন। তার এসব বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে, তবে দলীয় নেতারা সেগুলোকে ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেন।

আটকের পর শনিবার (২৬ জুলাই) সকালে জনিকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ