26.4 C
Khulna
Friday, August 1, 2025

জুলাই আন্দোলনের মূল নায়ক তারেক রহমান: আমীর খসরু

জুলাই-আগস্ট গণআন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার বিকেলে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখা আয়োজিত আলোচনা সভা ও পেশাজীবী মহাসমাবেশে তিনি বলেন, “তারেক রহমান আন্দোলনের মূলনায়ক। আর তাঁর পরে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। তাঁদের কারণেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনোই এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে না। কিন্তু গত ১৬ বছর ধরে যেসব নেতা-কর্মী জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে গেছেন, যাঁদের পরিবার-পরিজন, ব্যবসা-বাণিজ্য সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে—তাঁদের আত্মত্যাগ এখন ভুলে যাওয়া হচ্ছে। অনেকে ঘরবাড়ি হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, কোর্ট-কাচারিতে বছরের পর বছর পার করেছেন। এমনকি বহু দাম্পত্য সম্পর্কও বিচ্ছিন্ন হয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি। সঞ্চালনায় ছিলেন আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী ও মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইফতেখার ইসলাম লিটন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক। উপস্থিত ছিলেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

আলোচনা সভার শুরুতে আওয়ামী শাসন ও জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ