26.7 C
Khulna
Tuesday, August 5, 2025

এক বছরের ব্যবধানে বিএনপির আয় বেড়েছে ১৪ কোটি ৫৫ লাখ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে। রবিবার (২৭ জুলাই) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সচিব আখতার আহমেদের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বিএনপির আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। অর্থাৎ বছর শেষে দলের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

২০২৩ সালে দলের আয় ছিল ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা, আর ব্যয় ছিল ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। তার আগের বছর, ২০২২ সালে আয় ছিল ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় হয়েছিল ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের বছরের অডিট করা আর্থিক প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। এ বছর আওয়ামী লীগ বাদে ৫০টি নিবন্ধিত দলকে ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আইন অনুযায়ী, কোনো দল টানা তিন বছর আয়-ব্যয়ের হিসাব না জমা দিলে তার নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ