27.9 C
Khulna
Thursday, July 31, 2025

আওয়ামী লীগ জন্মগতভাবেই ইসলামবিদ্বেষী: এটিএম আজহার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ জন্মগতভাবেই ইসলামবিদ্বেষী একটি দল। স্বাধীনতার পর প্রথম তিন মাস কোনো মসজিদে আজান হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছিল মাদ্রাসা ও এতিমখানা—এ থেকেই তাদের ইসলামবিরোধী মনোভাবের প্রমাণ মেলে।

শনিবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার কামিল মাদ্রাসা মাঠে জামায়াতের যুব বিভাগের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এটিএম আজহার বলেন, আওয়ামী লীগ সব সময় ইসলাম ও আলেম-ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে আলেমদের দমন করেছে। জঙ্গি দমনের নামে মঞ্চস্থ করা নাটক ছিল ভারতীয় প্রেসক্রিপশনে ইসলামবিরোধী একটি অপকৌশল।

তিনি বলেন, “আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন প্রতিদিন জঙ্গি ধরার নাটক হতো। আজ জঙ্গিরা কোথায়? প্রকৃতপক্ষে, এই নাটকের মাধ্যমে আলেম সমাজ ও ইসলামপন্থীদের নেতৃত্ব ধ্বংস করাই ছিল তাদের উদ্দেশ্য।”

তিনি অভিযোগ করেন, মিথ্যা ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের বিচার করে ৫ জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আরও ৫ জনকে জেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। নিজেকেও ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, “যুবকরাই জাতির প্রকৃত সম্পদ। ১৯৭১ সালে তারাই মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। অথচ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে। এবার ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার সাথে যুবকরাও ঐক্যবদ্ধ হয়ে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে।”

ভারতের প্রসঙ্গে এটিএম আজহার বলেন, “তিনদিক দিয়ে বাংলাদেশকে ঘিরে রেখে ভারত সর্বদা নিজের স্বার্থে আমাদের ব্যবহার করেছে। তারা বন্ধু নয়—তিস্তার পানি না দিয়ে, কখনও অতিরিক্ত পানি দিয়ে বন্যা সৃষ্টি করে আবার খরায় পানি আটকে আমাদের ক্ষতিগ্রস্ত করে। ভারত থেকে সতর্ক থাকতে হবে।”

তারাগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কাজী সামছুল হুদার সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির এনামুল হক, সাবেক নায়েবে আমির মাওলানা নুর হোসাইন, মাওলানা আব্দুল হান্নান খান, উপজেলা আমির কামরুজ্জামান ও আলমগীর হোসেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ