খুলনার গগনবাবু রোডে ডিবি পুলিশের অভিযানে ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই প্রতারককে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করছিল।
জানা গেছে, ৩০ জুলাই খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে খুলনা সদর থানাধীন গগনবাবু রোডের ২২/২ নম্বর বাসার নিচতলার একটি কক্ষ থেকে মো. শাহেদ হোসেন (৩৩) ও মো. জনি চৌধুরী (৪১), পিতা-মৃত তৈয়ব আলী, নামের দুইজনকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি ও স্টেইনলেস স্টিলের তৈরি একজোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এসব সরঞ্জাম ব্যবহার করে পুলিশের ছদ্মবেশ ধারণ করে মাদক সেবী, ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা আদায় করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।