26.8 C
Khulna
Thursday, August 7, 2025

খুলনার গল্লামারিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

৬ আগস্ট ।। খুলনা
খুলনা শহরের গল্লামারির আলকাতরা মিলের পাশে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রীর নাম ইশা, তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যা। ইশার ছোটবেলায় তার মা মারা যান, এরপর তাকে খুলনার শিশু পল্লীতে আশ্রয় দেওয়া হয়েছিল। পরিবারের সদস্যদের মতে, মেয়েটির জীবন ঘিরে নানা প্রতিকূলতা থাকলেও সে আত্মহত্যার মতো কোনো লক্ষণ দেখায়নি।

তবে প্রাথমিকভাবে পুলিশ জানায়, মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ