কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য ও অনিয়মের অভিযোগে নওগাঁয় গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিট থেকে ২১৫ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নওগাঁতে গণঅধিকার পরিষদকে অবাঞ্ছিত ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দেন তারা।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।পদত্যাগকারী নেতাকর্মীরা গণঅধিকার পরিষদ নওগাঁ জেলা ও ১১টি উপজেলা কমিটিতে রয়েছেন। তাদের নেতৃত্ব দেন- জেলা কমিটির সহ-সভাপতি এবাদুল ইসলাম, আখতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম বলেন, নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত দলের কেন্দ্রীয় নেতারা। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যারা মাঠে-ময়দানে সর্বস্ব দিয়ে সংগঠন গড়ে তুলেছেন, তাদের কোনো মূল্য নেই তাদের কাছে। সম্প্রতি নওগাঁ জেলা গণঅধিকার পরিষদের সব অঙ্গসংগঠনের নেতাদের মতামতকে উপেক্ষা করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাধারণ সম্পাদকের পদ যাকে দেওয়া হয়েছে নওগাঁতে এই দল গঠনে তার কোনো ভূমিকা নেই। স্বজনপ্রীতি করে তাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক ছাড়াও সদ্য ঘোষিত কমিটিতে অনেক বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। ঘোষিত এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করে নওগাঁতে গণঅধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ জেলাতে গণঅধিকার পরিষদের কোনো অস্তিত্ব থাকবে না।তিনি অভিযোগ করেন, শুধু জেলা কমিটি নয়- নওগাঁতে ১১টি উপজেলার কমিটি গঠনেও ত্যাগী নেতাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। নতুনধারার রাজনীতির কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে পুরোনো ধ্যান-ধারণা ও আচরণেই চলছে সবকিছু।
জেলায় গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন কবির, কেন্দ্রীয় সংসদের সদস্য আমিনুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় সংসদ যুব অধিকার পরিষদের রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এসএম সাব্বির কমিটি গঠনে অর্থ বাণিজ্যসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত।জেলা শাখার ছাত্র অধিকার পরিষদ সভাপতি শাকিব খান বলেন, জেলাতে গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠনে অনিয়মের বিষয়ে আমিসহ একাধিক নেতাকর্মী কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। কিন্তু অভিযোগের বিষয়ে কেন্দ্র থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কমিটি বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি ও গুটিকয়েক নেতার একক আধিপত্যের কারণে নওগাঁতে গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের যত কমিটি আছে সবগুলোকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি।