Home রাজনীতি তারেক রহমানের ফাঁসি চাওয়া ছাত্রলীগ নেতা ছাত্রদলের আইন ফোরামের আহ্বায়ক

তারেক রহমানের ফাঁসি চাওয়া ছাত্রলীগ নেতা ছাত্রদলের আইন ফোরামের আহ্বায়ক

0

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক রাজনৈতিক ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। তারেক রহমানের ফাঁসি চেয়ে মানববন্ধন করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

৫ই আগস্টের আগে মো. ইমরান মিয়া নামে এই নেতা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। কিন্তু এখন তাকেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. গিয়াস উদ্দিন নামের একজন বলেন, “যে ছেলেটা একদিন ছাত্রলীগের কর্মী হয়ে তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে, আজ সেই ছেলেটাই জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক। রাজনীতিতে এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে? এই কমিটি হলো সুযোগসন্ধানী রাজনীতির উৎকৃষ্ট উদাহরণ এবং দলীয় নেতৃত্বের দুর্বলতার বহিঃপ্রকাশ।”

নতুন কমিটির আহ্বায়ক মো. ইমরান মিয়ার সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এই ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Exit mobile version