Home রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ব্যক্তিদের বার্তা দিতেই মব হয়েছে : মাসুদ কামাল

মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ব্যক্তিদের বার্তা দিতেই মব হয়েছে : মাসুদ কামাল

0

মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ব্যক্তিদের বার্তা দিতেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে মব হয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন।

দলীয় শোকজের যে জবাব দিয়েছেন ফজলুর রহমান এবং যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি— দুটিই ঠিক আছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, যারা তার বাড়ির সামনে মব করেছে, বাড়াবাড়ি করেছে, তাদের উদ্দেশ্য ছিল তাকে দল থেকে বের করে দিতে হবে, গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যেতে হবে। এর মূল উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেন তাদের একটি সবক দেওয়া।

তাদের বলা যে এ ধরনের কথা বললে তোমাদের পরিণতি হবে গ্রেপ্তার, জেলে যাওয়া, অপমান-অপদস্থ হওয়া।তিনি বলেন, শেষ পর্যন্ত এগুলো সফল হয়নি। এ ক্ষেত্রে আমি বিএনপিকে অবশ্যই ধন্যবাদ জানাব যে ওনারা সেই ফাঁদে পা দেননি। রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হলে অনেক কিছু চিন্তা করতে হয়।

তাদের দলের মধ্যে চিন্তা করতে হয়, দলের বাইরের বিষয় চিন্তা করতে হয়, নির্বাচন যদি সামনে থাকে, তবে নির্বাচন নিয়ে চিন্তা করতে হয়। সব মিলিয়ে আমার কাছে বিএনপির সিদ্ধান্তকে একটা পরিণত দলের সুচিন্তিত সিদ্ধান্ত মনে হয়েছে।

Exit mobile version