গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। শুক্রবার রাতে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ফেসবুক পোস্টে নিন্দা জানাই। এছাড়া ছাত্রদলে দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়েছে।
ফেইসবুক পোস্টে যুবদল সভাপতি জানান, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের উপর জাতীয় পার্টির বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।ছাত্রদল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলা অভাবিত! গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।