26.3 C
Khulna
Saturday, September 6, 2025

জাতিসংঘ ভবনে হামলা চালাল হুতিরা

রোববার সকালে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) অফিসে ‘স্থানীয় নিরাপত্তা বাহিনী প্রবেশ করেছে।’ সংস্থাদুটির মুখপাত্ররা পৃথক বিবৃতিতে সিএনএনকে জানিয়েছেন।

বিবৃতি অনুসারে, একজন ডব্লিউএফপি কর্মীকে আটক করা হয়েছে, এবং ইউনিসেফের বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে।এদিকে, ইয়েমেনের জন্য জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ পরে নিশ্চিত করেছেন যে, কমপক্ষে ১১ জন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়েছে। তিনি কর্মীদের আটকের তীব্র নিন্দা করেন, সেইসাথে জাতিসংঘ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশেরও নিন্দা জানান।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও হুতিদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জাতিসংঘ আটক কর্মীদের তাৎক্ষণিক এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

গুতেরেস বলেন, জাতিসংঘের কর্মী এবং এর অংশীদারদের জাতিসংঘের জন্য দায়িত্ব পালনের সময় কখনই তাদের লক্ষ্যবস্তু বা আটক আটক করা উচিত নয়।

অন্যদিকে, ডব্লিউএফপি এবং ইউনিসেফ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে এবং তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানানো হয়। তাদের মুখপাত্ররা সিএনএনকে বলেছেন, ‘আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হল আমাদের কর্মীদের নিরাপত্তা এবং সুস্থতা।’

তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হুতির এই অভিযান ইসরাইলি হামলার সাথে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়। হুতিরা এর আগেও জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।এর আগে বৃহস্পতিবার সানায় আলাদা আলাদা হামলা চালায় ইসরাইল। এতে ইয়েমেনের হুতিদের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী এবং শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ