ফরিদপুরে ইউনিয়ন বিচ্ছিন্নকরণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে ২১ জেলার মানুষ
ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও পুখুরিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার নির্বাচন কমিশন এক গেজেটে ঘোষণা করে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। সকাল থেকেই হাজারো নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন এবং অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “জীবন থাকতে নগরকান্দার সঙ্গে যুক্ত হব না। প্রয়োজনে রাস্তায় জীবন দেব, তবু ভাঙ্গার মাটি থেকে এক ইঞ্চিও ছাড়ব না।”
অবরোধে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, “মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বারবার বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।”