Home আঞ্চলিক সংবাদ খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

0

খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ জানান, রাতে ভ্যানে করে ইলাপুরের দিকে যাচ্ছিলেন মানিক। পথিমধ্যে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে টানা দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে, ঘটনাস্থলেই তিনি মারা যান।

গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করে। মরদেহ সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Exit mobile version