Home আঞ্চলিক সংবাদ খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টে নারীদের ওয়াশরুমে ভিডিও সহ সিসি ক্যামেরা উদ্ধার

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টে নারীদের ওয়াশরুমে ভিডিও সহ সিসি ক্যামেরা উদ্ধার

0

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের মহিলা ওয়াশরুম থেকে গোপন সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঘটনাটির ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তাদের খুলনা শাখার এক কর্মী এ ধরনের দুঃখজনক ও অগ্রহণযোগ্য কাজের সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি জানার পরপরই তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে হিলিয়াম কর্তৃপক্ষ নিজেই মামলার বাদী হয়ে আইনি ব্যবস্থা নিয়েছে।

এ ঘটনায় হিলিয়াম খুলনার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়—
“আমাদের অতিথি ও সমাজের কাছে এই আস্থা ভঙ্গের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের নিরাপত্তা ও মর্যাদাই সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

ঘটনার পর থেকেই রেস্টুরেন্টটিকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

Exit mobile version