Home আঞ্চলিক সংবাদ খুলনায় স্বামীর কোপে গৃহবধূ নিহত

খুলনায় স্বামীর কোপে গৃহবধূ নিহত

0

৪ সেপ্টেম্বর ২০২৫, প্রতিদিন খুলনা।।
খুলনার রূপসা উপজেলার শৈলপুর, যুগিহাটি গ্রামে স্বামীর ধারালো অস্ত্রের কোপে পারভিন (৩২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গুরুতর আহত অবস্থায় পারভিনকে খুলনা আড়াইশো বেড হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্রের আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

নিহত পারভিনের স্বামী কাঠের ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

Exit mobile version