Home রাজনীতি তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে সরকারের কোনো বাধা নেই, বরং ট্র্যাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সরকার সহায়তা করতে প্রস্তুত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই। তবে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলে সরকার প্রয়োজনীয় কাগজপত্র প্রদানে সহায়তা করবে।

সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় এর প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন, তখন সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।”

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সর্বশেষ চিঠির পর এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ভবিষ্যতে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

Exit mobile version