Home রাজনীতি শাহবাগে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

শাহবাগে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

0

শাহবাগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টায়ারে আগুন জ্বালিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।

প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের গুম-খুন ও অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “হাসিনা গেছে যেই পথে, জাতীয় পার্টিও যাবে সেই পথে।”

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টির দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

Exit mobile version