Home রাজনীতি জনগণ যদি না চাই তবে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত

জনগণ যদি না চাই তবে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত

0

জামায়াতের সেক্রেটারি জেনারেল: জনগণ না চাইলে পিআর দাবি থেকে সরে আসবে জামায়াত

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ যদি গণভোটে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সমর্থন না করে, তাহলে জামায়াতও সেটি মেনে নেবে। তিনি বলেন, “যে দলগুলো ভোটারদের বৃহত্তম অংশের প্রতিনিধিত্ব করে, তাদের কথা না শুনে পিআর প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেয়া গ্রহণযোগ্য নয়। সেজন্য আমরা গণভোটের দাবি জানিয়েছি। জনগণ যদি পিআর চায়, তাহলে সব দলকেই মানতে হবে।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের (এএফবি) আয়োজিত ‘জুলাই সনদের আইনি ভিত্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন। এএফবি’র সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী (তাওহীদ) সভায় সভাপতিত্ব করেন।

গোলাম পরওয়ার বলেন, “আমরা নির্বাচনে যাব অবশ্যই, তবে তার আগে পিআর পদ্ধতির দাবি পূরণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে, তারপরই আমরা নির্বাচনে অংশ নেব। সবাইকে বাদ দিয়ে এককভাবে নির্বাচন করার চেষ্টা করলে দেশের মানুষ আর সেটি হতে দেবে না।”

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি হলে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব কমে যাবে। এতে ছোট ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে। এক শতাংশ ভোট পাওয়া দলও সংসদে আসন পাবে। একটি অংশগ্রহণমূলক সংসদ গঠিত হবে, যেখানে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু যারা একক কর্তৃত্ব চায়, তারাই পিআরের বিরোধিতা করছে।”

জামায়াত নেতা আরও উল্লেখ করেন, “অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটি খসড়া ড্রাফট জমা দিয়েছি। আমরা চাই না সংকট তৈরি হোক, বরং সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি।”

তিনি বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেন, “আপনারা যাওয়ার আগেই যদি বলেন সংস্কারগুলো মুছে দেবেন, তাহলে ক্ষমতায় গেলে কী করবেন? বহুকষ্টে সংস্কারের যে সুযোগ এসেছে, তা কোনো দলীয় সরকার আসলে আর পাওয়া যাবে না।”

Exit mobile version