বাগেরহাট: বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি বিক্ষোভ মিছিল করেছে এবং দুই দিনের জন্য জেলা জুড়ে হরতালের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
মিছিল ও প্রতিবাদ সভায় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা সৈয়দ নাসির উদ্দিন মালেকসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়ার ফলে জনগণের আশা ও আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। তারা সতর্ক করে বলেন, আসন কমানো হলে বাগেরহাটবাসী ক্ষতিগ্রস্ত হবেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজন হলে নির্বাচন কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে তিনটি আসন থাকবে—বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। এর আগে ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল।
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্থানীয় জনগণের দাবিকে উপেক্ষা করেছে এবং তারা চারটি আসন বহাল রাখার জন্য অব্যাহত আন্দোলন চালিয়ে যাবেন।