জনগণ রায় দিলে দেশকে ৫ বছরেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব: জামায়াত আমির

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ যদি সত্যের পক্ষে রায় দেয়, তবে ৫ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার পাশাপাশি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানা আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম ও ঢাকা মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দেশকে বৈষম্য, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য কাজ করছি। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করাই জামায়াতের উদ্দেশ্য। “আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, ধর্মীয় বিভাজন থাকবে না এবং সুশিক্ষা সম্প্রসারণের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গড়ে তোলা হবে।”

শিক্ষিত জাতি গঠনে দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “জুলাই বিপ্লব আমাদের জন্য অপার সম্ভাবনা তৈরি করেছে। তবে শঙ্কা পুরোপুরি কাটেনি। তাই আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হবে।”

রাজনীতিতে মূল্যবোধের চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তাদের বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহির মনোভাব নিয়ে কাজ করতে হবে। “সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না।”

তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণকে ভয়ভীতিমুক্ত পরিবেশ দিতে পারেননি। “তাই আগামীর বাংলাদেশ গড়তে জেনে-বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।” জনগণ সত্যের পক্ষে রায় দিলে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির।

  • শেয়ার করুন