প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫
খুলনায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ সিদ্দিকুর রহমান (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরীর নিরালা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান নগরীর ২ নম্বর কাশেম সড়কের বাসিন্দা ও শেখ আব্দুর সাত্তার শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে সিদ্দিক মোটরসাইকেল চালিয়ে ময়লাপোতা থেকে শেরে বাংলা রোড হয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিরালা মোড় সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সেবা ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে সরাসরি বাসায় নিয়ে যান।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে।
🔹 উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন সড়কে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। স্থানীয় সচেতন মহল দুর্ঘটনা রোধে কার্যকর ট্রাফিক ব্যবস্থা ও কঠোর নজরদারির দাবি জানিয়েছে।