শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকার নবাবগঞ্জে দুই যুগলের পালিয়ে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত উভয় পরিবারের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সি এক যুবক দীর্ঘদিন ধরে তার ১৯ বছর বয়সি শ্যালিকার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। এ সময় যুবকের ছয় বছরের দাম্পত্য জীবনে দুটি সন্তানও রয়েছে। গত ২৩ আগস্ট ওই শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই উভয় পরিবারে শুরু হয় উত্তেজনা।

ঘটনার মাত্র এক দিন পর নতুন আরেক কাণ্ড ঘটে। ওই যুবকের ১৮ বছর বয়সি বোনকে নিয়ে পালিয়ে যান তারই শ্যালক। পরপর দুই যুগলের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উভয় পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ গত ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দুই যুগলকেই উদ্ধার করে। পরে থানায় উভয় পরিবারের উপস্থিতিতে মীমাংসা হয়।

নবাবগঞ্জ থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দুই যুগলকে খুঁজে বের করি। এরপর পরিবারের সদস্যরা থানায় এসে ঠান্ডা মাথায় বিষয়টির সমাধান করেন। কোনও পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়নি।”

শেষ পর্যন্ত উভয় পরিবারই যুগলদের সম্পর্ক মেনে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • শেয়ার করুন