খুলনায় আবাসিক হোটেলে অভিযান: অসামাজিক কার্যক্রমের অভিযোগে ৯ জন আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নয়জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর আরাফাত ইন্টারন্যাশনাল হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে দুই তরুণ হলেন— মামুন বিশ্বাস (৩০) ও আমিনুর রহমান (২৭)। এছাড়া আরও সাত তরুণীকে আটক করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, “খুলনার কোনো হোটেলকে অসামাজিক কর্মকাণ্ডের জায়গা হতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

  • শেয়ার করুন