আবরার ফাহাদকে মেরেছে শিবির, দাবি বিএনপি নেত্রীর

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা, ১৮ সেপ্টেম্বর – বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি দাবি করেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যা করেছে ‘হেলমেট বাহিনী’ নামে পরিচিত এক শিবির। তিনি বৃহস্পতিবার বেসরকারি একটি টিভি চ্যানেল আয়োজিত টকশোতে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান সরকার আসার পর মানুষ বলত এটি একটি এনজিওগ্রাম সরকার। এখন তা রূপান্তরিত হয়ে হয়েছে আন্তঃজামায়াত অন্তর্বর্তী সরকার। কারণ সরকার জামায়াত দ্বারা পরিবেষ্টিত, সেটাই আমি বলার চেষ্টা করছি।”

নিলুফার চৌধুরী মনি আরও বলেন, “জামায়াতের চাঁদাবাজি হেলমেট পরিহিত ওই শিবিরের মতো। আমরা ছাত্রলীগকে হেলমেট বাহিনী বলতাম। আসলে ছাত্রলীগ ওইরকম ছিল না। তারা ছিল শিবির, নিজেদের গোপন রেখে এই কাজগুলো করেছে।”

তিনি আবরার হত্যা মামলার আসামিদের উকিলদের উল্লেখ করে বলেন, “আমি যদি প্রমাণ দেই, আবরারকে যে মেরে ফেলা হয়েছে, তার সঙ্গে যাদের উকিল যুক্ত, তারা হচ্ছেন শিশির মনি। বুঝতে পারছেন, আসামিদের উকিল হওয়াটা চাট্টিখানি কথা নয়। আবরারকে মেরে ফেলা হয়েছে এই হেলমেট বাহিনী বা শিবির বাহিনী দ্বারা।”

উল্লেখ্য, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে। ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে থেকে আবরারের লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

  • শেয়ার করুন