প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫
খুলনায় দিন মজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টার দিকে কেডিএ ময়ুরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবণের বাথরুম থেকে তার পঁচা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। মৃত ওই নারী ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি মোস্তর মোড়ে ভাড়া বাসিতে বসবাস করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা এবং শিল্পী।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ুরী আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফের বাড়ির পাশে একটি নির্মাণাধীণ বাড়ির বাথরুম থেকে পঁচা দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে সুপ্তির লাশ পাওয়া যায়।
এ ঘটনার পরপর পুলিশের অভিযান জোরালো হয়। তাদের তৎপরতায় প্রথমে ইউসুফ ও পরে বাকীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।