প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫
খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দাকোপ থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, চুনকুড়ি নদীতে ভাসমান অবস্থায় নারীর লাশ দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
দাকোপ থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।