প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫
খুলনার রূপসা উপজেলার জাবুসা এলাকায় অর্ধগলিত এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জাবুসা চৌরাস্তা মোড় সংলগ্ন আইডিয়াল কোম্পানির একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি তিন থেকে পাঁচ দিন পানিতে ছিল।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে প্রশ্ন করা হলে ওসি মাহফুজুর রহমান বলেন, “এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তথ্য-প্রযুক্তির সহায়তায় মৃত্যুর সময় ও কারণ উদঘাটনের পর নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।”
ঘটনাটিকে ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।