খুলনায় সন্তান কর্তৃক বাবাকে হত্যা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লিটন খান (৪৫)। তিনি ফেরি করে মাছ বিক্রি করতেন। অভিযুক্ত ছেলে আবু বকর লিমন (১৭) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। হত্যাকাণ্ডে তার স্ত্রী চাঁদনীও জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকা থেকে ছেলে লিমন ২০ হাজার টাকা দাবি করে আসছিলো। কিন্তু নেশাগ্রস্ত ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানান লিটন খান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে লিটনের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে লিমন ও তার স্ত্রী চাঁদনী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটায়। প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে এবং পরে ঘরে থাকা ধারালো বটি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

হত্যাকাণ্ডের পরপরই লিমন ও চাঁদনী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যায় ব্যবহৃত ধারালো বটি উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি কবির হোসেন বলেন, “হত্যাকাণ্ডের সাথে নিহতের ছেলে আবু বকর লিমন ও তার স্ত্রী চাঁদনী সরাসরি জড়িত। তাদের গ্রেফতারে অভিযান চলছে।”

  • শেয়ার করুন