প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫
খুলনা: খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন একটি ঘের থেকে আব্দুল হামিদ (৫৭) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হামিদ রায়েরমহল উত্তরপাড়া ব্যাংক কলোনীর বাসিন্দা আতাউর রহমানের ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তার এক সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তিনি আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। শুক্রবার রাতে তিনি স্থানীয় আব্দুল হান্নানের ঘেরে অবস্থান নেন এবং সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।