প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়রা সোহাগ হোসেন (২৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে দেয়। তিনি ওই এলাকার মঞ্জুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার ফেসবুকে ‘সালাউদ্দিন’ নামের একটি একাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত যুবক ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে চান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানরা তার বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চান।
এ সময় সোহাগ হোসেন নিজেই স্বীকার করেন, তিনি ইচ্ছাকৃতভাবে পোস্টটি দিয়েছেন। এতে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং জুতার মালা পরায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান সাংবাদিকদের বলেন, “কিছুদিন আগে ওই যুবক চুরির ঘটনায় আটক হয়েছিল। তখনই জানা যায় তার মানসিক সমস্যার বিষয়টি। আজকের ঘটনায় স্থানীয়দের উত্তেজনা থামাতে পুলিশ পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও বলেন, “কেউ অপরাধ করলে তার বিচার আইনের মাধ্যমে হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”