প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. সাইমন হাসান (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার কাগজিপাড়া মোড়ে বানিয়াখালি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন হাসান কাগজিপাড়া গ্রামের শেখ এনামুল কবিরের ছেলে। তিনি কাগজিপাড়া আলামিন তাহফিজুল কুরআন মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সহপাঠীদের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বানিয়াখালীগামী নিয়ন্ত্রণহীন একটি মাহেন্দ্র সাইমনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার এসআই নিয়াজ মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় সাইমন নিহত হওয়ার ঘটনায় নিহতের বাবা শেখ এনামুল কবির বাদী হয়ে মাহেন্দ্রচালক আমান উল্লাহ সরদারকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।