প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৯/২০ নম্বর ওয়ার্ডে (চারতলা) ডাক্তারের ধমকে ভীত হয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মরিয়ম (৫০) নামে এক নারী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ অক্টোবর) রাতে।
মৃত মরিয়মের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। তিনি ক্যান্সার রোগী ছিলেন। তার স্বামী আব্দুস সাত্তার ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মরিয়মের বাবা একজন মুক্তিযোদ্ধা।
স্বজনরা জানান, সোমবার রাতে একটি স্যালাইন নিয়ে ওয়ার্ডে আসেন তারা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ওই স্যালাইন নিয়ে প্রশ্ন তোলেন এবং জোরে ধমক দেন। ডাক্তার বলেন, “এই স্যালাইন আমি লিখিনি, তোমরা কোথায় পেলে?” তবে স্বজনদের দাবি, ওই স্যালাইনটি চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী কেনা হয়েছিল।
এই ঘটনার পরই হঠাৎ ভয়ে কান্নাকাটি করতে করতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে পড়েন মরিয়ম। কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।