খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, স্বাধীন সংবাদমাধ্যম নিয়ে প্রশ্ন

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অনুমতি ছাড়া সংবাদ সংগ্রহে সাংবাদিকদের নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতালের পরিচালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কোনো সাংবাদিক হাসপাতালের ইনডোর বা আউটডোরে প্রবেশ করে ছবি তুলতে বা সাক্ষাৎকার নিতে পারবেন না। এতে আরও উল্লেখ করা হয়, কিছু মিডিয়াকর্মী অনুমতি ছাড়া হাসপাতালে প্রবেশ করে রোগীদের ছবি তুলছেন, যার ফলে রোগী ও চিকিৎসক উভয়ই বিব্রত হচ্ছেন এবং চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন দুই হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রশাসনের দাবি, সাংবাদিকদের অবাধ আনাগোনায় চিকিৎসা কার্যক্রমে বিলম্ব ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।

তবে সাংবাদিক সমাজ এই নিষেধাজ্ঞাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছে। খুলনায় কর্মরত সাংবাদিকরা বলেন, “সাংবাদিকরা জনগণের চোখ ও কণ্ঠস্বর। অনুমতি ছাড়া সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা জারি করা মানে অনিয়ম আড়াল করার চেষ্টা।” তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সম্প্রতি খুমেক হাসপাতালে একাধিক অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এর মধ্যে রয়েছে—‘বকশিশ না পেয়ে ক্লিনারের অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যু’, ‘ডাক্তারের ধমকে রোগীর স্বজনের মৃত্যু’, ‘রান্নাঘর থেকে খাবার পাচার’ ও ‘দালাল চক্রের দৌরাত্ম্য’। এসব ঘটনায় হাসপাতাল প্রশাসন সমালোচনার মুখে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন,

> “হাসপাতালে সাংবাদিকদের অবাধ চলাচলের কারণে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ দেশের অনেক মেডিকেল কলেজেই এই নিয়ম চালু আছে। সব চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।”

এই নির্দেশনার পর গণমাধ্যমের স্বাধীনতা ও চিকিৎসা খাতে স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

  • শেয়ার করুন