প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫
যশোরের চৌগাছায় স্বামীর নির্যাতনে গর্ভপাত হয়ে সাত মাস বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে সাড়ে ৮টার দিকে উপজেলার সুশপুরকুরিয়া ইউনিয়নের নগর বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কাকলী (১৬) নামে এক গর্ভবতী কিশোরীকে তার স্বামী রানা (১৯) প্রায় দুই সপ্তাহ আগে মারধর করেন। এরপর থেকে কাকলী স্বামীর বাড়িতে না গিয়ে বাবার বাড়িতে ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১০টার দিকে তিনি সাত মাস বয়সী মৃত নবজাতকের জন্ম দেন।
রোববার (১২ অক্টোবর) সকালে কাকলী ও তার পরিবার নবজাতকের মৃতদেহ নিয়ে চৌগাছা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মুনshi বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। প্রাথমিকভাবে কাকলীর স্বামী রানা (১৯) ও শাশুড়ি রেহেনা (৩৫)-কে ঘটনার সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় চৌগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ns/ডিবিসি/এনএসএফ