খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক আহত

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মনির হাওলাদার ও হানিফ হাওলাদার। স্থানীয়রা জানান, কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকার সময় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালায়। এতে তারা দুজনই গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তারা আহত হয়েছেন। আহত মনির হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

  • শেয়ার করুন