ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

  • শেয়ার করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ইসলাম ধর্মীয় ফরজ বিষয় নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—চতুর্থ বর্ষের মো. রাসেল ও তৃতীয় বর্ষের তনয় রায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ ও তদন্তের পর মো. রাসেলকে আজীবন এবং তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত ৫ আগস্ট থেকে মো. রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনসহ বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে কটাক্ষমূলক পোস্ট দেন। তিনি ইসলাম ধর্মের বিধিবিধান, আল্লাহ, কুরআনের আয়াত, ইবাদত ও আলেম সমাজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এছাড়া মুসলিমদের ফরজ বিধান ‘জিহাদ’ নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

অন্যদিকে তনয় রায়ের বিরুদ্ধেও ইসলাম ধর্মের ফরজ বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের অভিযোগে মো. রাসেল নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমেও সম্পৃক্ত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করা হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখিতভাবে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালে তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ পদক্ষেপকে অধিকাংশ শিক্ষার্থী স্বাগত জানিয়েছেন।

  • শেয়ার করুন