খুলনায় অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অস্ত্র, গুলি ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) রাতে দৌলতপুর থানাধীন পাবলা খানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রহমান গাজী (২৬), পিতা মৃত নূর ইসলাম গাজী, সাং পাবলা খানপাড়া এবং আবুল কালাম আজাদ (২৭), পিতা মো. আব্দুস সাত্তার, সাং দেয়ানা মোল্লাপাড়া, উভয়েই দৌলতপুর থানার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৭ বোতল ফেনসিডিল এবং ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, সন্ত্রাসী রহমান গাজীর বিরুদ্ধে একটি এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তবে তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে।

  • শেয়ার করুন