খুলনা জেলা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

কারা সূত্রে জানা যায়, কারাগারের অভ্যন্তরে প্রায় ৪০ থেকে ৪৫ জন বন্দির মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৪ থেকে ৫ জন বন্দি আহত হন।

খবর পেয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে কারারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উত্তেজিত বন্দিদের আলাদা করে লকআপে পাঠানো হয়।

কারাগারে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • শেয়ার করুন