প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫
খুলনা মহানগরীতে ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তার হেফাজত থেকে স্বর্ণ ও রূপার গহনা উদ্ধার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখ রাত ৯টা ৩০ মিনিটের দিকে রূপসা স্ট্যান্ড রোডের দাদা ম্যাচ ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে রাকিব হোসেন ও তার স্ত্রীর কাছ থেকে একদল ছিনতাইকারী একটি রূপার ব্যাচলেট, দুটি স্বর্ণের নাকফুল, একটি হেডফোন এবং নগদ ১,৯০০ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পরদিন (২৭ অক্টোবর) খুলনা সদর থানা পুলিশের একটি দল রূপসা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে জড়িত নয়ন শেখ (১৯) কে গ্রেফতার করে। সে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের বাসিন্দা জুনায়েদ শেখের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নয়নের হেফাজত থেকে ছিনতাইকৃত ১টি রূপার ব্যাচলেট ও ২টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা (নং-৩২, তারিখ: ২৭/১০/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৯২ ধারায় রুজু করা হয়েছে।
কেএমপির একজন কর্মকর্তা জানান, “ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”