প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫
                        ঢাকা: রাজধানীর এক লোকাল বাসে এক তরুণীর পোশাক নিয়ে কটূ মন্তব্য করায় এক যাত্রীকে জুতাপেটা করেছেন ওই তরুণী। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জিন্স ও টপ পরিহিতা এক তরুণী বাসে ওঠার পর সামনের সিটে বসা এক ব্যক্তি তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী সামনে এগিয়ে এসে বলেন, “তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলবি?”
এক পর্যায়ে ওই ব্যক্তি হঠাৎ উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। সঙ্গে সঙ্গে তরুণী জুতা খুলে তার মাথা ও শরীরে আঘাত করতে শুরু করেন। মুহূর্তেই বাসের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ব্যক্তি তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেও তিনি উঠে আবারও তাকে জুতাপেটা করেন। পরে বাসের অন্যান্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তরুণীর সাহসিকতার প্রশংসা করে মন্তব্য করেছেন, নারীর পোশাক নিয়ে কটূ মন্তব্য করা লজ্জাজনক এবং এর প্রতিরোধ করা সময়ের দাবি। অন্যদিকে, কেউ কেউ ঘটনাটির ধরন ও প্রতিক্রিয়ার মাত্রা নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।