আমার বাবা খালেদা জিয়ার আদর্শে আমাদের বড় করেছেন : স্নিগ্ধ

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫

  • শেয়ার করুন

নাটোরে জেলা বিএনপির মতবিনিময় সভায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, তাঁর মা মুগ্ধর লাশ নিয়ে যেমন নীরবে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তেমনই বেগম খালেদা জিয়া সন্তানের লাশ নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন।বিগত সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, সেভাবেই আমার মা মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন।’– আজ সোমবার দুপুরে নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।মতবিনিময় সভায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় আমরা ফ্যাসিস্টদের সাথে কোনো আপষ করিনি। গণভবনে নিয়ে আপোষ করার জন্য চেষ্টা করা হয়েছে। আপষ করব না জন্য বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া যেমন তাঁর সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মা সেইভাবেই আমার ভাই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ জীবন দিয়েছে। এই দেশ থেকে চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে।’স্নিগ্ধ বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে যেতে হবে। শুধু মাত্র তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব।’তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ বিএনপির সকল নেতা-কর্মীদের বুকে লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবেসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

  • শেয়ার করুন