প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বানিয়ারচালা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
তারা হলেন- ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দফতর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ওই তিন জনকে সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা ট্রিবিউনের ভিডিও