আজ মুজিববাদের কফিনে শেষ পেরেক গাঁথা হবে: ছাত্রশিবির নেতা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

আজ মুজিববাদের কফিনে শেষ পেরেকটি গাঁথা হবে এবং আওয়ামী লীগের সকল অপকর্মের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি মহাখালীর আমতলী প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে তাদের, ‘লীগ ধর, জেলে ভর’
‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’
‘বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’
‘ছাত্রলীগের গুন্ডারা, হুশিয়ার, সাবধান’,
‘আলু না গণভোট, গণভোট, গণভোট’,
‘জুলাই নিয়ে তালবাহানা চলবে না, চলবে না’,
‘দিল্লি না ঢাকা? ঢাকা! ঢাকা!’
‘দালাল নাকি ভয় দেখায়, নেত্রী যাদের দিল্লি পালায়!’
‘রাজপথে আসিস না, পিঠের চামড়া থাকবে না!’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছে, তার বিচার এখনো হয়নি। দিনের ভোট রাতের অন্ধকারে হয়েছে, তারও বিচার এখনো হয়নি। যেসব ভাই গুমের শিকার হয়েছেন, তারা এখনো বাড়ি ফেরেননি। জুলাইয়ে যে ভাইয়েরা রক্ত দিয়েছে রাস্তায়, তাদের রক্তের দাগ এখনো লেগে আছে। এই রক্তের দাগ শুকানোর আগেই তারা আবার নাশকতা শুরু করেছে। আমরা এই নাশকতা রুখে দেবো।

তিনি বলেন, যেখানে লীগকে পাবো, তাদের জন্ম থেকে যত অপকর্ম করেছে সেসবের হিসাব আজই চুকিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ গুম, খুন, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজি ও পুলিশ দিয়ে হামলার দায় আজ বুঝিয়ে দেওয়া হবে। আজ মুজিববাদের কফিনে শেষ পেরেকটি গাঁথা হবে।

  • শেয়ার করুন