প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজু মোল্লা, জেলা তাতি দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার, উপজেলা যুবদল নেতা রনি বেপারী, ছাত্রদল নেতা ইমন বেপারী এবং মাদারীপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি শাজাহান মোল্লা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতু টোল প্লাজার কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল চলছিল। এ সময় ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের খবর পেয়ে শিবচর বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সাজু মোল্লাসহ অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনা সম্পর্কে জানতে শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি গোলাম রসুল এবং মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।